নিউইয়র্কে শেখ হাসিনা বিরোধী লাগাতার কর্মসূচি বিএনপি'র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ স্লোগানে লাগাতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। অর্থাৎ, ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনার জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর ২৮ তারিখ পর্যন্ত তার অবস্থানস্থল, জাতিসংঘ, সংবর্ধনাস্থল, এয়ারপোর্ট- সর্বত্র বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাবে।  

১৭ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক সিটির ব্রুকলীনে যুক্তরাষ্ট্র বিএনপি'র সর্বস্তরের নেতা-কর্মীর সমাবেশে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট। সমাবেশে সম্রাট বলেন, ‘শেখ হাসিনা ও তার সরকারের সীমাহীন অত্যাচার-নির্যাতন আর অপশাসনে ধৈর্যের বাধ ভেঙে গেছে। তাকে আর বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে নেওয়া হয়েছে। কারণ, খালেদা জিয়ার জনপ্রিয়তায় শেখ হাসিনা এবং তার দল সদা ভীত ছিলেন। জেলে নিয়েই তারা ক্ষান্ত হয়নি। এখন বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের পথে হাঁটছেন শেখ হাসিনা। তাই নিউইয়র্কে তাকে সমুচিত জবাব দেওয়া হবে তুমুল বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে। ’

ব্রুকলীন বরো বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন এবং পরিচালনা করেন জাহাঙ্গীর সোহরাওয়ার্দী।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, অন্যতম সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, বিএনপি নেতা সোহরাব হোসেন, ফিরোজ আহমেদ, জাতীয়তাবাদী ফোরামের নেতা নাসিম আহমেদ, সিটি বিএনপির নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, আলহাজ্ব গোলাম হোসেন, সন্দ্বীপ জাতীয়তাবাদী  ফোরাম নেতা  ফেরদৌস হাসান, নাসির আহমদ, ওমর ফারুক, বিএনপি নেত্রী  শিরীন সুলতানা, ওবাইদুল্লাহ, সুজন, সফিকুল ইসলাম অনিক, বাতিন, খলকুর রহমান, কয়সর আহমেদ, ছাত্রদল সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, অপু, সুমন মাহমুদ, শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।