ফরিদপুরে বাজুস নির্বাচন শেষে চলছে ভোট গণনা

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর নির্বাচন শেষে চলছে ভোট গণনা। সকাল ৯টা হতে শুরু হওয়া এ ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত সাড়ে আটটা পর্যন্ত ভোট ১৫ শতাংশ গণনা হয়েছে। এখনও চলছে গণনা। এদিন সকাল থেকেই জেলার ৯টি উপজেলার ২১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ফরিদপুর চেম্বার অব কমার্সের কার্যালয়ে উপস্থিত হন। দীর্ঘদিন পরে ফরিদপুরে জুয়েলার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় খুশি ভোটাররা।

বাজুস ফরিদপুর জেলা শাখার ভোটগ্রহণ শুরুর পরে ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করেন বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, চেম্বার অব কমার্সের সভাপতি নজরুল ইসলাম, চেম্বারের পরিচালক আলী আশরাফ পিয়ার।

ফরিদপুরে প্রথমবারের মতো বাজুসের নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো।

news24bd.tv/FA