ফের শিল্পকলার মহাপরিচালক হলেন লিয়াকত আলী লাকী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে আরও দুই বছর অর্থাৎ ২০২৫ পর্যন্ত পুনরায় চুক্তিভিক্তক নিয়োগপ্রাপ্ত হলেন লিয়াকত আলী লাকী।

বুধবার (২৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রবিধানমালা অনুযায়ী লিয়াকত আলী লাকীকে তার বর্তমান চুক্তির অনুরূপ ধারাবাহিকতায় পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এতে আরও বলা হয়, আগামী ১৩ এপ্রিল ২০২৩ থেকে অথবা যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বাংলাদেশী অভিনেতা ও সঙ্গীতজ্ঞ লিয়াকত আলী লাকী ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি ঢাকার নবাবগঞ্জের আগলা টিকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নাট্যকলায় অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

news24bd.tv/FA