‌‘ঘুম থে‌কে উঠে দেখ‌ব- আমার স্বপ্ন পুড়ে ছাই’

রাজধানীর ফুলবাড়ীয়ার এনেক্সকো টাওয়ারের বিপরী‌তের ফুটপা‌তে ব‌সে চো‌খের পা‌নি ফেল‌ছেন মো. মহ‌সিন। একটু পর পর হাত দি‌য়ে চো‌খের পা‌নি মুছছেন আর আনম‌নে এনেক্সকো টাওয়ারের দি‌কে তা‌কি‌য়ে দেখ‌ছেন- তার স্বপ্ন পু‌ড়ে যা‌চ্ছে।

মহ‌সিন ওই টাওয়া‌রের মাসুদ এন্টাপ্রাইজের মা‌লিক। তি‌নি জানান, সে‌হেরী খে‌য়ে ঘু‌মি‌য়ে প‌ড়ি। মানু‌ষের চিৎকারে ঘুম ভা‌ঙে। জানালা দি‌য়ে তা‌কি‌য়ে দে‌খি আমার দোকান যে টাওয়া‌রে সেখা‌নে ধোঁয়া দেখা যা‌চ্ছে।

২০১০ সা‌ল থেকে রাজধানীর ফুলবাড়ীয়ায় এক‌টি দোকা‌নে দুই বছর চাকু‌রি ক‌রেন কু‌মিল্লার বা‌সিন্দা মহ‌সিন। দুই বছর কাজ শি‌খে ব্যবসায়ী না‌মেন তিনি। এক‌টি দোকান দি‌য়ে শুরু করা মহ‌সিন দু‌টি দোকা‌নের মা‌লিক ব‌নে যায়। কিন্তু সময়ের ব্যবধানে তিনি এখন নিঃস্ব।

প‌রিবা‌রের বে‌শিরভাগ সদস্য বি‌দে‌শে থিথু হ‌লেও দে‌শেই কিছু করার লক্ষ্য ঠিক ক‌রে ব্যবসায় নামেন তেজগাঁও ক‌লেজ থে‌কে রসায়‌নে স্নাতক পাস করা মহ‌সিন।

অনেকটা বিমর্ষ কণ্ঠে তিনি ব‌লেন, ঘুম ভাঙ‌লে বাসার জানালা দি‌য়ে প্রতি‌দিন দোকান দেখতাম। এখন ঘুম থে‌কে উঠে দেখ‌তে হ‌বে আমার স্বপ্ন আগু‌নে ছাই হ‌য়ে গে‌ছে। এত বছ‌রের প‌রিশ্রম এক নিমিষেই ছাই হ‌য়ে গেল।

এর আগে এদিন ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

এদিকে বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ে মহানগর শপিং কমপ্লেক্সে। সেই আগুনে পুড়েছে হেড কোয়ার্টারের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবন।

সেসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার জানান, পুলিশ হেড কোয়ার্টারের ভেতর পুলিশ ব্যারাকের চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে। ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। ভবনটি মহানগর শপিং কমপ্লেক্স লাগোয়া। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জ্বলে, কয়েকটি মার্কেটের কয়েকশ দোকান পুড়িয়ে অবশেষে নিয়ন্ত্রণে আসে বঙ্গবাজার মার্কেটের আগুন।

news24bd.tv/আলী