আনন্দবাজারের পুরস্কার নিয়ে পরীমনি, ‘আমি বিতর্কিত নই, সম্মানিত’

ভারতের কলকাতার আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী পরীমনি। কলকাতায় গিয়ে নিজ হাতে পুরস্কার নিয়ে এই আলোচিত অভিনেত্রী বললেন, ‘আমি বিতর্কিত নই, সম্মানিত। ’

বছর দুই আগে পরীমনির বাড়িতে র‌্যাবের অভিযানের সময় প্রথমে তিনি বাড়ির দরজা খোলেননি বলে অভিযোগ। উল্টো পুলিশকে দরজার বাইরে প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখে ফেসবুক লাইভ করেছিলেন। অভিযোগ করেন কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে তুলে নিয়ে যেতে এসেছেন। এরপর কিছুটা জোর করেই পুলিশ বাহিনী অভিনেত্রীর বাড়িতে ঢোকে।

পরীমনিকে সে দিনের কথা জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘আমি বুঝতে পারিনি বাড়িতে পুলিশ এসেছে। আমি ভেবেছিলাম ডাকাত এসেছে। ’

বাংলাদেশের আলোচিত নাম পরীমনি চলচ্চিত্র জগতে ব্যস্ততমও বটে। ২০১৫ সালে পর্দায় আবির্ভাবের পর থেকে গতি কমতে দেখা যায়নি পরীমনির কর্মজীবনে। জায়েদ খানের সঙ্গে ‘ভালোবাসা সীমাহীন’ ছবি দিয়ে পথ চলা শুরু।

একই বছর পরপর মুক্তি পায় ৬টি ছবি। অল্প সময়েই সে দেশে মিষ্টি প্রেমের ছবির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পরীমনি। ‘আরও ভালো বাসব তোমায়’, ‘নগর মস্তান’, ‘রক্ত’, ‘পুড়ে যায় মন’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’-এর মতো একের পর এক ছবির মুখ্য ভূমিকায় মুগ্ধ করেন দর্শককে।

news24bd.tv/SHS