রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৬ পদে নিয়োগ

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রটেকশন সার্ভিস ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। ছয় ক্যাটাগরির পদে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ৮ মে শুরু হয়ে চলবে ২২ মে ২০২৩ পর্যন্ত।

১. পদের নাম: ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট (সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রটেকশন সার্ভিস ডিভিশন) পদসংখ্যা: ১ প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ বয়সসীমা: সর্বোচ্চ ৪৮ বছর গ্রেড: ৪ বেতন: ১,২৬,০০০ হাজার টাকা যোগ্যতা: সিকিউরিটি স্টাডিজ বা যেকোনও বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনও বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রেড-৫ বা তদূর্ধ্ব পদে ন্যূনতম এক বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: হেড অব সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রটেকশন সার্ভিস ম্যানেজমেন্ট পদসংখ্যা: ১ প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর গ্রেড: ৫ বেতন: ১,০৯,২০০ হাজার টাকা যোগ্যতা: সিকিউরিটি স্টাডিজ বা যেকোনও বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনও বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রেড-৬ বা তদূর্ধ্ব পদে ন্যূনতম দুই বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: হেড অব সিকিউরিটি পাস ইউনিট পদসংখ্যা: ১ প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর গ্রেড: ৬ বেতন: ৮৪,০০০ টাকা যোগ্যতা: সিকিউরিটি স্টাডিজ বা যেকোনও বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনও বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: এনপিপি স্টেশন সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রটেকশন শিফট সুপারভাইজার পদসংখ্যা: ৭ প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর গ্রেড: ৬ বেতন: ৮৪,০০০ টাকা যোগ্যতা: সিকিউরিটি স্টাডিজ বা যেকোনও বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনও বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।  

৫. পদের নাম: হেড অব ফিজিক্যাল প্রটেকশন ডিউটি ডিপার্টমেন্ট পদসংখ্যা: ১ প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর গ্রেড: ৫ বেতন: ১,০৯,২০০ হাজার টাকা যোগ্যতা: সিকিউরিটি স্টাডিজ বা যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রেড-৬ পদে ন্যূনতম দুই বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৬. পদের নাম: ডেপুটি হেড অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল ডিপার্টমেন্ট পদসংখ্যা: ১ প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর গ্রেড: ৬ বেতন: ৮৪,০০০ টাকা যোগ্যতা: সিকিউরিটি স্টাডিজ বা যেকোনও বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম সাত বছর চাকরির অভিজ্ঞতা।

শর্ত: যোগদানের সময় অঙ্গীকার করতে হবে যে, তিনি এনপিসিবিএলে যোগদানের তারিখ থেকে কমপক্ষে ১০ বছর (প্রযোজ্যতা অনুসারে ৬০ বছর বয়স পূর্তি পর্যন্ত) চাকরি করবেন। যদি এনপিসিবিএলে ১০ বছর চাকরি সমাপ্তির পূর্বে (প্রযোজ্যতা অনুসারে ৬০ বছর বয়স পূর্তি পূর্বে) স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন, তবে তিনি এনপিসিবিএল, সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক তার জন্য ব্যয়কৃত সকল অর্থ এনপিসিবিএলের অনুকূলে পরিশোধ করতে বাধ্য থাকবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://npcbl.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ৫০০ টাকা।

সূত্র: যুগান্তর, ৭ মে ২০২৩।

news24bd.tv/আইএএম