সমরেশ মজুমদারের মৃত্যুতে আমরা সমকালীন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি : ওবায়দুল কাদের

বাংলা সাহিত্যের প্রখ্যাত ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এক শোকবার্তায় সেতুমন্ত্রী প্রয়াত সমরেশ মজুমদারের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় তিনি বলেন, ‘কীর্তিমান কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে আমরা সমকালীন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি। অসংখ্য কালজয়ী উপন্যাসের স্রষ্টা সমরেজ মজুমদার বাংলা সাহিত্যের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং উৎকর্ষে তার অসামান্য অবদান চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে বাঙালি জাতি। প্রখ্যাত ঔপন্যাসিক সমরেজ মজুমদারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ’

উল্লেখ্য, আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় কলকাতার বেসরকারি হাসপাতাল অ্যাপোলোয় মারা যান সমরেশ মজুমদার।

পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।