নিউইয়র্কে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সৃষ্টি নিয়ে রম্য বিতর্ক অনুষ্ঠিত

রবীন্দ্র সম্মিলন পরিষদ ইউএসএ’র আয়োজনে রবীন্দ্র উৎসব উপলক্ষ্যে সম্প্রতি 'আমিই রবীন্দনাথের শ্রেষ্ঠ চরিত্র' শীর্ষক এক রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের জামাইকা পারফরমিং আর্ট সেন্টারে দুই দিন ব্যাপী আয়োজিত রবীন্দ্র উৎসবের শেষ দিন ৭ মে এই রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়।

রম্য বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে তার শ্রেষ্ঠ সৃষ্টি নিয়ে অমিত-লাবণ্য, মহেন্দ্র-বিনোদনী ও রমেশ-হেমনলিনী চরিত্র অবলম্বনে বক্তব্য রাখেন আমেরিকার বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাদেশের সাবেক বিতার্কিকরা।

এতে স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. তারান্নুম শায়লা জামান প্রত্যাশা, টেক্সাসের এসএফএ স্টেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মোস্তাফিজ খান, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সামছুন নাহার নূপুর, মেরিল্যান্ডে অবস্থানরত এটর্নি রাজু মহাজন ও ভার্জিনিয়ায় অবস্থানরত আর্কিটেক্ট সাঈদা সাথী।

কবিগুরুর স্মরণে এই উৎসবে আবৃতি, সেমিনার, নাটক, প্রামাণ্য চিত্র, ফ্যাশন শো ও রম্য বিতর্কসহ ছিল ৫৪টি আয়োজন। তবে উৎসবের প্রধান আকর্ষণ ছিল আমিই রবীন্দনাথের শ্রেষ্ঠ সৃষ্টি শীর্ষক রম্য বিতর্ক। আমেরিকায় বসবাসকারী ১০০০ এরও বেশি বাঙালি দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এই উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন।

প্রীতি বিতর্ক শেষে সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রবীন্দ্রনাথ তার এক জীবনে যা লিখেছেন, যা এক জীবনে পড়ে শেষ করা যাবে না। চিন্তায়, সাহিত্য-সংস্কৃতিতে, রাজনৈতিক ভাবনায়, খাদ্যাভ্যাসে, পোশাক পরিচ্ছদ সবকিছুতেই বাঙালির জীবনে ওতোপ্রোতভাবে জড়িত রবীন্দ্র ভাবনা। রবীন্দ্রনাথকে বুঝতে হলে তাঁর সৃষ্টিগুলোকে বুঝতে হবে। রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টির মাধ্যমেই অনন্তকাল বেঁচে থাকবেন।

দুই দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. রেজওয়ানা চৌধুরী বন্যা।

গত ৬ মে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. প্রবিত্র সরকার, ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক চন্দ্রিল ভট্টাচার্য, রবীন্দ্র উৎসবের প্রধান উপদেষ্টা ডা. জিয়াউদ্দীন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, নিউইয়র্কস্থ ভারতীয় হাই কমিশনের কনসোল জেনারেল রণধীর জেসওয়াল, বাংলাদেশ হাই কমিশনের কনসোল জেনারেল ড. মোহাম্মাদ মনিরুল ইসলাম, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক হাসানুজ্জামান সাকী।