ইমরান খানের মুক্তির আদেশে পিটিআই’র উচ্ছ্বসিত সমর্থকরা রাস্তায়

ইমরান খানকে মুক্তি দিতে সুপ্রিম কোর্টের আদেশের পরপরই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর উচ্ছ্বসিত সমর্থকরা রাস্তায় নেমে এসেছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তার ‌‘অবৈধ’ ছিল এবং কর্তৃপক্ষকে ‘অবিলম্বে’ মুক্তির নির্দেশ দেওয়া হয়। এরপরই আদালতের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান দলীয় নেতাকর্মীরা।

এদিকে শীর্ষ আদালতের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দলের সমর্থকদের রাস্তায় নামতে আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক যুব বিষয়ক বিশেষ সহকারী উসমান দার।

পিটিআই নেতা টুইট করেছেন, ‘সমস্ত পাকিস্তানি, তারা যেখানেই থাকুন না কেন, তাদের নিজ নিজ এলাকায় সুপ্রিম কোর্টের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা প্রকাশ করতে বেরিয়ে আসা উচিত। ’

পিটিআই নেতা ইমরান ইসমাইলও রায়ে উচ্ছ্বসিত। জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটে তিনি লিখেছেন, ‘ইমরান খানকে সুপ্রিম কোর্ট মুক্তি দিয়েছে। পাকিস্তান জিন্দাবাদ। ’

পাকিস্তানি অভিনেত্রী মিশি খান এ রায়কে ‘ন্যায্য ও সঠিক রায়’ বলে আখ্যা দিয়েছেন। এজন্য শীর্ষ আদালত এবং পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালকে ধন্যবাদ জানিয়েছেন।

ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথও আদালতের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

টুইটারে গোল্ডস্মিথ লিখেছেন ‘অবশেষে বোধ জয়ী হয়েছে’।

সূত্র- জিও নিউজ