ফেসবুক, ইউটিউব ও টুইটার খুলে দিল পাকিস্তান সরকার

কয়েকদিন বন্ধ থাকার পর শুক্রবার ফেসবুক, ইউটিউব ও টুইটার খুলে দিয়েছে পাকিস্তান সরকার। ৯ মে (মঙ্গলবার) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান। ঠিক তখন দেশটিতে ফেসবুক, ইউটিউব ও টুইটার অবরুদ্ধ করে পাক সরকার।

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার রাতে সারা দেশে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা স্থগিত করা হয়।

জিও নিউজ জানায়, ইন্টারনেট বন্ধ থাকায় টেলিকম অপারেটরদের আনুমানিক ৮২০ কোটি মিলিয়ন রুপি রাজস্ব ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সেক্টরের জন্য এটি বড় ক্ষতি। কারণ দেশটির অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে।

পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। লাহোর, করাচি ও বেলুচিস্তানসহ দেশের বিস্তীর্ণ এলাকায় হাই অ্যালার্ট জারি করে পাকিস্তান প্রশাসন। পরে সারা দেশে মোবাইল ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করে শাহবাজ সরকার। পাকিস্তানজুড়ে ফেসবুক, টুইটার ও ইউটিউব সেবা সাময়িকভাবে বন্ধ থাকে।

সূত্র- জিও নিউজ

news24bd.tv/তৌহিদ