ইরানে তিনজনের মৃত্যুদন্ড কার্যকর

গত বছর মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহতের ঘটনায় জড়িত দোষী সাব্যস্ত তিনজনের মৃত্যুদন্ড কার্যকর করেছে ইরান। আজ দেশটির বিচার বিভাগ এ কথা জানায়।

বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’ বলেছে, মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিক্ষোভের সময় মজিদ কাজেমি, সালেহ মিরহাশেমি এবং সাঈদ ইয়াঘুবিকে বন্দুকের চিত্রাঙ্কনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। খবর এএফপি’র।

উল্লেখ্য, ইরানের কুর্দি শহর সাকেজের বাসিন্দা ২২ বছর বয়সী আমিনিকে গত বছরের ১৩ সেপ্টেম্বর হিজাব দিয়ে মাথা পুরোপুরি না ঢাকার অপরাধে তেহরান থেকে আটক করেছিল দেশটির নীতি পুলিশ। এর তিনদিন পরেই সে মারা যায়। তার মৃত্যুর পর থেকে দেশটির পোশাকবিধির বিরোধিতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।

news24bd.tv/SHS