প্রেমের টানে এসে ধরা ভারতীয় যুবক, তিন মাস কারাভোগ

বাংলাদেশি প্রেমিকার সাথে দেখা করতে এসে আফফান শেখ (২৫) নামে এক ভারতীয় যুবক তিন মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন। তিনি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার সরকারপাড়ার ইসলাম শেখের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দর্শনা আইসিপি সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, তিন মাস আগে কুষ্টিয়ার দৌলৎপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি প্রেমিকার সাথে দেখা করতে আসে আফফান শেখ। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে থানা-পুলিশে সোপর্দ করে। পরে অবৈধভাবে প্রবেশের দায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. আবু নাঈম, দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্পের ইনচার্জ কমান্ডার মো. আব্দুল জলিল এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ গোপাল চন্দ্র দে, গেদে বিএসএফ ক্যাম্পের ইনচার্জ এসি মহেশ, কৃষ্ণগঞ্জ থানার এসআই সুমন কুমার ঘোষ প্রমুখ।

news24bd.tvতৌহিদ