লেকে কুমিরের কবলে পড়লেন যুবক, হারালেন ডান হাত

লেকের ধারে প্রস্রাব করতে গিয়ে কুমিরের আক্রমণে ডান হাত হারিয়েছেন এক যুবক। কোনও রকমে যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এমন ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। শনিবার এ ঘটনা প্রকাশ্যে আসে।

গত রোববার সকালে একটি পানশালায় গিয়েছিলেন ২৩ বছর বয়সি যুবক জর্ডন রিভেরা। প্রস্রাব পাওয়ায় প্রথমে পানশালার শৌচালয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে দীর্ঘ লাইন থাকায় লেকের ধারে যান। সেই সময়ই কুমিরের আক্রমণের মুখে পড়েন ওই যুবক। তবে ঠিক কী ঘটেছিল, যুবকের মনে নেই।

ওই যুবক জানান, কুমিরের আক্রমণে লেকের পানিতে পড়ে যান তিনি। তার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জ্ঞান ফেরে।  

কুমিরের কবল থেকে ওই যুবককে উদ্ধার করেন পানশালার কর্মীরা। তবে ওই যুবক এখনও পুরোপুরি সুস্থ হননি। তাঁর চিকিৎসা চলছে। তাঁর জীবন বাঁচানোর জন্য পানশালার কর্মীদের ধন্যবাদ জানান ওই যুবক।

news24bd.tv/রিমু