মস্কোয় ড্রোন হামলা, ওয়াশিংটনকে দুষছে ক্রেমলিন

ওয়াশিংটনের উৎসাহেই ইউক্রেন রাশিয়ায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে মার্কিন প্রশাসন ও ইউক্রে৷ ফলে রাশিয়ার রাজধানী মস্কোয় হামলা নিয়ে বিভ্রান্তি এখনো কাটছে না৷

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, দিনের পর দিন ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে রাশিয়া৷ বিশেষ করে চলতি মে মাসে হামলার মাত্রা অনেক বেড়ে গেছে৷ এর মধ্যেই রাশিয়ার ভূখণ্ডে বিচ্ছিন্ন ড্রোন হামলার পর এবার খোদ রাজধানী মস্কোর উপর একই সঙ্গে একাধিক ড্রোন হামলার ঘটনা মস্কোর অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে৷ 

এখনো পর্যন্ত কেউ সেই হামলার দায় স্বীকার না করলেও রাশিয়া ইউক্রেনকেই এর জন্য দায়ী করছে৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে ‘সন্ত্রাসী হামলা' হিসেবে বর্ণনা করেছেন৷ সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও গর্জে উঠছে মস্কো৷ তাদের ধারণা, মার্কিন প্রশাসনই ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে উৎসাহ দিচ্ছে৷

অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে মার্কিন প্রশাসন বলেছে, তারা রাশিয়ার ভূখণ্ডে হামলাকে সমর্থন করে না৷ স্পষ্ট ধারণা পেতে ওয়াশিংটন মস্কোয় ড্রোন হামলার ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছে বলে জানা হয়েছে৷ 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলইয়াক মস্কোর উপর হামলার জন্য সরাসরি দায় স্বীকার না করলেও এমন ঘটনা ‘উপভোগ' করছেন বলে জানিয়েছেন৷ ভবিষ্যতে আরও এমন হামলার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করছেন৷ 

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, আত্মরক্ষার তাগিদে রাশিয়ার ভূখণ্ডের উপর হামলার অধিকার ইউক্রেনের অবশ্যই রয়েছে৷ তবে তিনি সরাসরি মস্কোর উপর হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেননি৷

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোয় ড্রোন হামলার ঘটনা সম্পর্কে বিভ্রান্তি এখনো কাটছে না৷ রুশ কর্তৃপক্ষ আটটি ড্রোনের উল্লেখ করলেও বাস্তবে আরও অনেক বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে৷ 

news24bd.tv/aa