প্রায় এক মাস পর কারামুক্ত পিটিআই ভাইস চেয়ারম্যান

প্রায় এক মাস কারাভোগের পর মঙ্গলবার আদিয়ালা জেল থেকে মুক্তি পেয়েছেন পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। তিনি বলেছেন, তিনি আজ বুধবার দলের প্রধান ইমরান খানের সাথে দেখা করবেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বিশ্লেষণ শেয়ার করবেন।

৯ মে আল-কাদির ট্রাস্ট মামলায় পিটিআই প্রধান ইমরান খানের গ্রেপ্তারের পর কুরেশিকে ‌গ্রেপ্তার করে ইসলামাবাদ পুলিশ।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, ১৮ মে, ইসলামাবাদ হাইকোর্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মুক্তির নির্দেশ দেয়। কুরেশি শেষ সময় পর্যন্ত ইমরান খানের পক্ষে থাকায় তার মুক্তি বিলম্বিত হয়।

এর আগে কুরেশিকে ২৩ মে মুক্ত করা হয়। এরপর রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার তাকে আটকের আদেশ জারি করার পরে তাকে আবারও আদিয়ালা জেলের বাইরে থেকে পাঞ্জাব পুলিশ হেফাজতে নেয়।

মঙ্গলবার পিটিআই নেতা কুরেশিকে অবিলম্বে মুক্তির আদেশ দেয় এবং তার আটকের আদেশ বাতিল করে লাহোর হাইকোর্টের (এলএইচসি) রাওয়ালপিন্ডি বেঞ্চ।

কারাগার থেকে মুক্তি পেয়েই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কুরেশি বলেন, আজ আমার হাতে ন্যায়ের পতাকা। আমি সেই আন্দোলনের একজন যারা একটি স্বাধীন পাকিস্তান দেখতে চায়।

সূত্র- ডন

news24bd.tvতৌহিদ