সুন্দরবনে নিষেধাজ্ঞা না মানায় ১৮ জেলে আটক

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ৭টি ইঞ্জিনচালিত নৌকাসহ ১৮ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার (৮জুন) সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সরারখাল ও চান্দেশ্বর টহল ফাঁড়ির কাতলেশ্বর খাল থেকে নৌকাসহ এ জেলেদের আটক করা হয়। আটক জেলেদের নাম জানা সম্ভব হয়নি।

তবে, এদের বাড়ি পাথরঘাটা উপজেলায় বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, সুন্দরবনের চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ মজুমদারের নেতৃত্বে স্মার্ট প্রেট্রোলিং দলের বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের সরারখাল ও কাতলেশ্বর খাল থেকে ৭টি নৌকাসহ ১৮ জেলেকে আটক করেন। সুন্দরবনের মৎস্য প্রজাতির প্রজননের জন্য দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞার মধ্যে অসাধু জেলেরা বনে প্রবেশ করেন। দুর্গম সুন্দরবনে মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক না থাকায় আটক জেলেদের নামসহ বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। নিষেধাজ্ঞা সফল করতে সুন্দরবনে টহল জেরাদার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

news24bd.tvতৌহিদ