ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি বাঁধা

পুলিশি বাঁধায় ঝিনাইদহে অবস্থান কর্মসূচি করতে পারেনি বিএনপি। দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শহরের বিদ্যুৎ অফিসের পাশে তসলিমা ক্লিনিকে সামনে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা।

সেখান থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাঁধা দেয় বলে অভিযোগ করেন তারা। এরপরে পুলিশের বাঁধায় সেখানে বিক্ষোভ সমাবেশ করে তারা। এতে জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা সরকারের ব্যর্থতার কারণে বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতি উল্লেখ করে সরকারকে পদত্যাগ করার দাবি জানান। দ্রুত বিদ্যুতের সমস্যার সমাধান না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে মিছিল যোগে বিদ্যুৎ অফিসে স্বারক লিপি দিতে গেলে তাতেও বাঁধা দেয় পুলিশ। পরে বিএনপির কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

news24bd.tv/FA