ক্যামেরার মানে অ্যাপলকে ছাড়িয়ে গেল হুয়াওয়ে

স্মার্টফোনের ক্যামেরার মান যাচাইয়ের ওয়েবসাইট ‘ডিএক্সোমার্ক’-এ নতুন ‌ ফোনগুলোর ক্যামেরার রিভিউ প্রকাশ করা হয়েছে। রিভিউয়ে আইফোন এক্সএস ম্যাক্স-এর রিয়ার ক্যামেরা হুয়াওয়ের পি২০প্রো-এর চেয়ে কম স্কোর পেয়েছে!

ওয়েবসাইটটির ইন ডেপথ রিভিউয়ে ফোনটির টেক্সচার, নয়েজ, বুকেহ, জুম, ফ্ল্যাশ ও এইচডিআর ফিচারের মান যাচাই করা হয়। সব মিলিয়ে ফোনটির স্কোর দাঁড়িয়েছে ১০৫। অ্যাপলের সর্বশেষ দুই ফ্ল্যাগশিপ আইফোন এক্সএস ও আইফোন এক্স ম্যাক্স- ফোনদ্বয়ের ক্যামেরার স্পেসিফিকেশনই এক। তাই এই স্কোর অ্যাপলের ওই দু’টি ফোনের জন্যই প্রযোজ্য।

ফোন ক্যামেরার স্কোর 

হাজার ডলারের ফোন হওয়া সত্ত্বেও ক্যামেরায় হুয়াওয়ের পি২০প্রো-এর চেয়ে পিছিয়ে থাকার খবর অ্যাপল ভক্তদের নিশ্চিতভাবেই হতাশ করবে।  

অন্যদিকে, হুয়াওয়ের পি২০প্রো বাজারে আসার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো ‘ডিএক্সোমার্ক’-এর বিচারে এখনো শীর্ষে রয়েছে ফোনটি।

তালিকার তিন, চার ও পাঁচ নম্বরে যথাক্রমে রয়েছে এইচটিসি ইউ১২+, স্যামসাং গ্যালাক্সি নোট ৯ এবং হুয়াওয়ে পি২০। সূত্র: ডিএক্সোমার্ক অরিন▐ NEWS24