‌‘দেশের রাজনীতিতে নয়, সংকট বিএনপিতে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের জনগণ এখন আর বিএনপিকে চায় না। সারা দেশে এখন নৌকার জোয়ার বইছে। এই জোয়ারে নৌকা ভাসতে ভাসতে ডিসেম্বরে বিজয়ের বন্দরে গিয়ে পৌঁছাবে। ’

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

বিএনপির জাতীয় ঐক্যের ডাকের ব্যাপক সমালোচনা করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে সংকট নেই। সংকট বিএনপির ঘরের মধ্যে। এই দলের নেতারা গুলশানের অফিসে, নয়াপল্টনের অফিসে একজন আরেকজনকে সন্দেহ করে। আর বলে সরকারের দালাল! ঘরেই যাদেরও ঐক্য নেই, তারা কীভাবে দেশে ঐক্য করবে!’

কাদের বলেন, ‘ঈদের পর আন্দোলন, রোজার ঈদের পর না কোরবানি ঈদের পর? এইভাবে ১০ বছরে ২০ টা ঈদ চলে গেল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একবার তো দুর্বার আন্দোলনের কথা বলে ভ্যানেটি ব্যাগে করে আন্দোলন নিয়ে টেমস নদীর পাড়ে গিয়ে বসলেন! মনে আছে? এই হলো বিএনপির আন্দোলনের নমুনা। ’ তন্ত্র কি নিরাপদ?’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)