হাসপাতাল কক্ষে মদের আসর!

সিঁড়ির শেষ মাথায় একটি কক্ষ। সাধারণ মানুষ সেখানে কখনোই যান না। কিন্তু কিছু মানুষের সেখানে প্রতিনিয়ত যাতায়াত রয়েছে। তাদের ফেলে রাখা মদের বোতল অন্যান্য সামগ্রী পড়ে আছে সেখানে।

কলকাতায় প্রাচীন চিকিৎসালয় এমসিএইচ মেডিকেল কলেজ হাসপাতালে গেলে দেখা মিলবে এমন দৃশ্যের! হাসপাতাল বিল্ডিংয়ের একেবারে ওপরে চারতলায় যেখানে সিঁড়ি শেষ হয়েছে, সেখানে রাতের বেলা বসে এই মদের আসর।

মেডিকেল কলেজের মতো স্পেশালিটি হাসপাতালে এমন দৃশ্য ধরা পড়ায় অস্বস্তিতে পড়েছে কর্তৃপক্ষ।  

হাসপাতালের এক কর্মী বলেন, ‘হাসপাতালেরই কয়েকজন রয়েছেন, যারা রাতের অাঁধারে ওখানে মদ খান। এখানে মদ খেতে তো আর বাইরে থেকে লোক আসবে না। আর যেখানে এই বোতলগুলো রয়েছে সেখানে সাধারণ মানুষ অর্থাৎ রোগী বা রোগীর পরিবারের লোকজনের যাতায়াত নেই। ’

কলকাতা মেডিকেল কলেজের সুপার ইন্দ্রনীল ঘোষ বলেন, ‘এ রকম ঘটনা মোটেও কাম্য নয়। নির্দিষ্ট করে কোনো অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ’ সূত্র: আনন্দবাজার পত্রিকা  অরিন▐ NEWS24