অবৈধ ভিওআইপি সিমের ৬০ শতাংশই রবির

======= বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাম্প্রতিক দু’টি অভিযানে ধরা পড়া অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত হওয়া সিমের বেশিরভাগই রবির। অভিযানে উদ্ধার হওয়া ২ হাজার ৭১১টি সিমের মধ্যে ১ হাজার ৬২০টিই রবির। বাকি সিমের মধ্যে ৪৪৬টি গ্রামীণফোনের,  ৩৫১টি টেলিটকের আর বাংলালিংকের ২৭৯টি।

সে হিসাব অনুয়ায়ী এই অবৈধ ভিওআইপি সিমের ৬০% রবি আর ১৬% গ্রামীণফোনের।

রাজধানীর মোহাম্মদপুর ও আদবরে গেল ১৬ সেপ্টেম্বর ওই অভিযান চালিয়েছিল বিটিআরসি। অভিযানে সিম ছাড়াও রাউটার, মডেম, সিমবক্সসহ বিভিন্ন ভিওআইপি যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।

সাম্প্রতিক ভিওআইপি অভিযানের বিস্তারিত জানাতে আজ (৮ অক্টোবর, সোমবার) সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছে বিটিআরসি।

অরিন▐ NEWS24