নিম্নচাপের বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য অংশে গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ (৯ অক্টোবর, মঙ্গলবার) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি কখনো টানা ও কখনো থেমে থেমে পড়ন্ত বিকেল পর্যন্ত চলে। ফলে নগরীর নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়।  

পতেঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টা থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।  

পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি অ্যাসিস্ট্যান্ট মো. রুবেল বলেন, ‘বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য ও পূর্ব মধ্য অংশে গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। পরবর্তী ২৪ ঘণ্টা বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ’

জানা যায়, বৃষ্টিতে নগরীর চকবাজার, বাদুরতলা, কাপাসগোলা, বহদ্দারহাট, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএ এলাকা, হালিশহর, ছোটপুল, বড় পুলসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী জনগণের দুর্ভোগ পোহাতে হয়েছে।  

ভুক্তভোগীদের অভিযোগ, নগরীর অনেক এলাকায় নালা-নর্দমা সংস্কার ও সম্প্রসারণ কাজ চলছে। কিন্তু এ কাজ যথাযথভাবে সম্পন্ন না করায় অধিকাংশ নালা-নর্দমা ভরাট হয়ে যাচ্ছে। ফলে বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। অরিন▐ NEWS24