ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ব্যর্থ: তাবিথ আউয়াল

নাগরিক দায়িত্ব পালনে ব্যর্থ সিটি করপোরেশন দুর্নীতিবাজদের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নেতা তাবিথ আউয়াল। বুধবার (২৬ জুলাই) রাজধানীর তেজগাঁও এলাকায় ডেঙ্গু সচেতনতায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।  

তাবিথ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ব্যর্থ হয়েছে। তারা জনবিচ্ছিন্ন। আর্থিক বরাদ্দ থাকলেও নগরবাসী কোনো সুফল পায়নি।  

তিনি জানান, স্বাস্থা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০টি ওয়ার্ডে জরিপ চালিয়ে ২৭টি ওয়ার্ডেই ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি পাওয়া গেছে। তার মধ্যে অন্যতম তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল।

news24bd.tv/আইএএম