ব্রাজিল-আর্জেন্টিনা খেলা দেখাবে যে টিভি

বহুল প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত ম্যাচে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। সৌদি আরবের জেদ্দা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেন স্পোর্টস ও বেট ৩৬৫.কম।

ম্যাচটি প্রীতি হলেও তা মানতে নারাজ দুই দলই। ইতিমধ্যে ব্রাজিলীয় কোচ তিতে সাফ জানিয়েছেন, এটি কোনোভাবেই ‘প্রীতি’ ম্যাচ হতে পারে না। জয় ভিন্ন কিছু ভাবছেন তারা।

আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দিও বলেছেন একই কথা, আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে কখনও ‘প্রীতি’ ম্যাচ হয় না। কোনো পক্ষই যে ছাড় দিতে রাজি নয় তা স্পষ্ট। ফলে মাঠে গড়ানোর আগেই সেই মহারণ ঘিরে চতুর্দিকে উত্তেজনার পারদও ছড়িয়ে পড়েছে।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দেখাবে যেসব চ্যানেল

আন্তর্জাতিক:    Bet365 আলবেনিয়া: SuperSport 4 Digitalb আর্জেন্টিনা: TyC Sports Play, TyC Sports Argentina, TyC Sports Interior অস্ট্রিয়া:    DAZN ব্রাজিল: Globo, SporTV ব্রুনাই: Astro Go কানাডা:    beIN SPORTS en Español, beIN Sports Canada, DAZN, beIN SPORTS CONNECT Canada চীন:     PPTV Sport China ফ্রান্স:    beIN SPORTS CONNECT, beIN Sports 1 জার্মানি:    DAZN ইসরাইল: Sport 2 মালয়েশিয়া: Astro Go, Astro SuperSport 2 মোনাকো: beIN Sports 1 নেদারল্যান্ড: Fox Sports Go, Fox Sports 4 পোল্যান্ড: TVP Sport Live Streaming, TVP Sport পর্তুগাল: Sport TV2 রোমানিয়া: Telekom Sport 1 Romania স্লোভাকিয়া: Nova Sport 1 সুইজারল্যান্ড: DAZN যুক্তরাষ্ট্র:    beIN SPORTS, beIN SPORTS CONNECT, beIN SPORTS en Español

আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের পরিসংখ্যান

(নিউজ/টোয়েন্টিফোর/তৌহিদ)