‘সুবিধাবঞ্চিত নিরক্ষর লোকদের দক্ষ করতে কাজ করছে সরকার’

সুবিধাবঞ্চিত নিরক্ষর লোকদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, দেশে এখন সাক্ষরতার হার ৭৬ দশদিক ৮ শতাংশ। তবে দেশের ২৩ দশমিক ২ শতাংশ জনগোষ্ঠী এখনো সাক্ষর করতে পারে না। তাদের সাক্ষরতার আওতায় আনতে সরকার কাজ করছে।  

আগামীকাল ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।  

এবারের সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’।  

জাকির হোসেন  বলেন, গত ১৪ বছরে উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ১ কোটি ৮০ লাখ নিরক্ষর লোক সাক্ষর করতে শিখেছে।  এ সংখ্যা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষা আইনের আওতায় দেশের সুবিধাবঞ্চিত নিরক্ষর লোককে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার।

news24bd.tv/আইএএম