মাদারীপুরে বিকাশ কর্মীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

মাদারীপুরের শিবচরে বিকাশের এক কর্মীকে হাত পা বেঁধে টাকা ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার দুপুরে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর সকালে শিবচরের উপশহর এলাকা থেকে ইউসুফ নামে এক বিকাশ কর্মীকে অপহরণ করে মাইক্রেবাসে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে কুতুবপুর ইউনিয়নের পাগলার মোড় এলাকায় মারধর করে কাছে থাকা সাড়ে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত ইউসুফকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় বিকাশ এজেন্ট মোস্তাক আহম্মেদ বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার দুপুরে সোহাগ হাওলাদার ও সোহেল হাওলাদার নামে দুই যুবককে গ্রপ্তার করে পুলিশ।  

বিকাশের এজেন্ট মোস্তাক আহম্মদ বলেন, বিকাশের কর্মী ইউসুফকে মারধর করে সাড়ে ছয় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এর সঙ্গে জড়িত সকলের গ্রেপ্তার দাবি করছি এবং টাকা উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।

শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)