খালেদার বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি

কঠোর আন্দোলনের হুমকি সুনামগঞ্জ বিএনপি'র

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে সুনামগঞ্জে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জে জেলা বিএনপি। এসময় মিছিলে পুলিশ বাধা দেয়। সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিলটি বের হয়ে কিছুদূর গেলেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ-সভাপতি ওয়াকিুফর রহমান গিলমান, আবুল কালাম, যুগ্ম-সম্পাদক নুর হেসেন, শোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শেদ আলম, জেলা ছাত্রদলের সভাপতি মো. রায়হান উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখার পায়তারা করছে সরকার। খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অন্যায়ভাবে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবিলম্বে যদি এইসব মিথ্যা মামলার রায় প্রত্যাহার না করা হয় তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।