ফেনী জেলা কারাগারের নতুন ভবনের উদ্বোধন

ফেনী জেলা কারাগারের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটি উদ্বোধন করা হবে বলে জানা গেছে। শহরতলীর রানীরহাট এলাকায় সাড়ে সাত একর জায়গায় নির্মিত হয়েছে অত্যাধুনিক জেলা কারাগার। এতে করে পুরনো কারাগারের ধারণক্ষমতার কয়েক গুণ অতিরিক্ত বন্দি এখানে থাকতে পারবে। সেই সঙ্গে কারা কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে বলে আশা করছে কারা কর্তৃপক্ষ।

জেলা গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ও কারা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নতুন এই জেলা কারাগার নির্মাণ করা হয়। নবনির্মিত জেলা কারাগারে মোট ভবনের সংখ্যা ২৮টি, দুইটি পর্যবেক্ষণ টাওয়ার। ৩৮০ জন বন্দি ধারণ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক এই কারাগারে বন্দি ও কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকছে সব ধরনের সুযোগ-সুবিধা। কারাগারে মধ্যে রয়েছে একটি দোতলা আধুনিক হাসপাতাল, বন্দিদের কাউন্সিলিং এবং তাদের মাঝে কর্মস্পৃহা সৃষ্টি ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন ওয়ার্ক শেড, খেলার মাঠ, পুকুর, উদ্যান, স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা।

 

 

(নিউজ টোয়েন্টিফোর/রতন/তৌহিদ)