বিক্ষোভের জেরে তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণের জন্য বন্ধ থাকবে। বুধবার এক নিরাপত্তা সতর্কতায় মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ইসরায়েল ও গাজার ঘটনাবলী নিয়ে আগামী কয়েক সপ্তাহ তুর্কিতে বড় ধরনের বিক্ষোভ হতে পারে। শান্তিপূর্ণ হওয়ার লক্ষ্য থাকলেও বিক্ষোভ বাড়তে পারে এবং সহিংস হয়ে উঠতে পারে। বিক্ষোভের ফলে পুলিশের উপস্থিতি বাড়তে পারে, রাস্তা বন্ধ হয়ে যেতে পারে এবং যান চলাচল ব্যাহত হতে পারে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে , মার্কিন সরকারী কর্মীদের ‘চলাচল হ্রাস করতে হবে’। কনস্যুলার জেলায় ভ্রমণ এড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।