'সংকট সমাধান না হওয়া পর্যন্ত তফসিল নয়'

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, রাজনৈতিক সংকট সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে ।

রোববার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ চলছে সেই সংলাপে এখনও পর্যন্ত সংকট সুরাহা না হওয়ার আগেই নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড় করছে নির্বাচন কমিশন- যা উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি নির্বাচন কমিশনের সদস্যদের মতামতকেও অগ্রাহ্য করা হচ্ছে।

তিনি দাবি করেন, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তফসিল পেছানোর আবেদন করা হলেও ইসির সচিব তা অস্বীকার করে বলেছেন তারা কোনো চিঠি পাননি। এ সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান। নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, নিজ আইনসঙ্গত ক্ষমতা বলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিন। রাজনৈতিক সংকট সমাধান না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা থেকে বিরত থাকুন।

তিনি বলেন, সংকট নিরসনের চাবিকাঠি আপনার (প্রধানমন্ত্রী) হাতে। আলোচনার আহ্বান তো জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অব্যাহত আছে। তবে আপনাকে কালের যাত্রার ধ্বনি শুনতে হবে।

 

NEWS24▐ কামরুল