ফের মুসলিম বিশ্বের সমালোচনা করলেন এরদোয়ান

ইসরায়েল এবং পশ্চিমা নেতাদের সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, শিশু হত্যাকেও বৈধতা দিচ্ছে বিশ্ব।

বৃহস্পতিবার উজবেকিস্তানের তাসখন্দে এক অনুষ্ঠানে গাজায় রক্তপাত বন্ধে পদক্ষেপ নিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান তুর্কি নেতা।

এরদোয়ান বলেন, মুসলিমরা এখন না হলে আর কখন আওয়াজ তুলবে? বলেন, বিশ্ব একটি উন্মত্ততার মুখোমুখি হচ্ছে। এমনকি শিশু হত্যাকেও বৈধতা দিচ্ছে।

ইসরায়েলের হাতে নির্মমভাবে নিহদের প্রায় ৭৩ শতাংশই নারী ও শিশু। তারা বেসামরিক আবাসিক এলাকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। প্রেসিডেন্ট এরদোয়ান পরিস্থিতি সম্পর্কে ভণ্ডামিপূর্ণ দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন।

তুর্কি প্রেসিডেন্ট ২০১৫ সালে ফরাসি প্রকাশনা শার্লি হেবদোতে হামলার পর বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া প্রসঙ্গে বলেন, যখন ২৫ জন নিহত হয়েছিল তখন তারা একত্রিত হয়েছিল কিন্তু গাজায় ১০ হাজার মানুষ হত্যার পর তারা নীরব!

news24bd.tv/তৌহিদ