মার্কিন কংগ্রেসে নারীদের নতুন রেকর্ড

মার্কিন কংগ্রেসে রেকর্ড গড়েছেন নারী সদস্যরা। অন্য যেকোনও বারের তুলনায় এবারই সবচেয়ে বেশি নারী সদস্য কংগ্রেসে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের নির্বাচনের পর ১১৩ আসনে বিজয়ী হয়েছেন তারা।

এর আগে এই রেকর্ড ছিল ১০৭ আসনের যা স্থানীয় সময় বুধবার সকালে ভেঙে যায়। এবার ১১৩ জনের মধ্যে একেবারেই নতুন হিসেবে কংগ্রেসে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ২৮ জন নারী।

নারী সদস্য বেড়ে যাওয়ার কারণ হলো এবার দুটি দল থেকে নারী প্রার্থীরা বেশি মনোনয়ন পেয়েছেন। বিশেষ করে ডেমোক্র্যাটরা নারীদের বেশি মনোনয়ন দেয়। এ কারণে অন্যবারের চেয়ে এবার নারী প্রতিনিধি বেশি নির্বাচিত হয়েছে।

জানা গেছে, এবার নতুন নির্বাচিত হওয়ার ২৮ জন নারী প্রতিনিধির মধ্যে ২৭ জনই ডেমোক্র্যাটদের। এর আগে প্রথমবার নারীদের এমন জয়জয়কার দেখা গিয়েছিল ১৯৯২ সালে। তখন নারীদের অংশগ্রহণ ছিল অনেক বেশি। এ কারণে ওই বছরকে ‘ইয়ার অব ওম্যান’ হিসেবে চিহ্নিত করা হয়।

 

NEWS24▐ কামরুল