সারাদেশে নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়ে নদীবন্দরগুলোতে কোথাও তিন নম্বর আবারও কোথাও ১ নম্বর সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিধপ্তর। এ অবস্থায় শুক্রবার সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।

আরও পড়ুন...ধেয়ে আসছে ‘মিধিলি’, দুই সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত

এদিকে শুক্রবার অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

news24bd.tv/আইএএম