ষষ্ঠ দফার অবরোধের প্রথমদিনে রাজধানীতে গাড়ির চাপ বেড়েছে 

বিএনপি-জামায়াতের ডাকা ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রাজধানীতে গাড়ির চাপ বেড়েছে। কিছুটা শিথিলতা ফিরেছে জনজীবনে। ছেড়েছে দূরপাল্লার পরিবহন।

আজ বুধবার সকাল থেকেই রাজধানীর কুড়িল, নতুন বাজার, বাড্ডা, মহাখালী, মতিঝিল, গাবতলীসহ বেশিরভাগ এলাকায় যানবাহনের চাপ দেখা যায়। বেড়েছে লোকাল সার্ভিসের বাসের সংখ্যাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু এলাকায় তৈরি হয় যানজট।

দিনের শুরুতে অবরোধের সমর্থনে নগরীর কোথাও মিছিল করতে দেখা যায়নি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের। ফলে আতঙ্ক কমেছে জনজীবনে।  এছাড়া রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে।

একই চিত্র সিএনজি ও পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে। অন্যান্য দিনের তুলনায় বেড়েছে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার সংখ্যাও। সকাল থেকেই গাবতলি, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় এসব পরিবহন।

রাজধানীর নিরাপত্তায়, সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র‍্যাব ও অন্যান্য বাহিনী। ফলে ভোগান্তি কমেছে অফিস ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের।

news24bd.tv/SHS