৪ বছর নিষিদ্ধ হবেন পগবা?

ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন ফরাসি ফুটবলার পল পগবা। তবে এর বিরুদ্ধে আদালতে লড়তে চান পগবা। সেখানে অবশ্য নিজেকে দায়মুক্ত প্রমাণ করতে না পারলে চার বছরের সাজা হতে পারে তার। ইতালির অ্যান্টি-ডোপিং কৌঁসুলিরা বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের চার বছরের নিষেধাজ্ঞা চেয়েছেন।

গত সেপ্টেম্বর ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সাময়িকভাবে নিষিদ্ধ হন পগবা। ওই সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এ বিষয়ে ইতালির অ্যান্টি-ডোপিং এজেন্সি আরেকটি পরীক্ষা করেও ফল ‘পজিটিভ’ পায়। পজিটিভ হওয়ার ক্ষেত্রে দায় স্বীকার করে নিলে পগবার নিষেধাজ্ঞা চার বছরের কম হতে পারত।

তবে ৩০ বছর বয়সী এই জুভেন্টাস মিডফিল্ডার দায় স্বীকার করেননি বলে জানিয়েছে ইতালির গ্যাজেত্তা দেলো স্পোর্ত। এখন বিষয়টির মীমাংসা হবে আদালতে, পগবা লড়বেন ইতালির ন্যাশনাল অ্যান্টি-ডোপিং কোর্টে।  

গত ২০ আগস্ট সিরি ‘আ’র উদিনেজ-জুভেন্টাস ম্যাচের পর নিয়মিত পরীক্ষায় পগবার নমুনায় নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। কর্তৃপক্ষ জানায়, পরীক্ষায় টেস্টোস্টেরনের (পুরুষদের প্রধান স্টেরয়েড হরমোন, যা শুক্রাশয়ে উৎপন্ন হয়) মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়েছে। টেস্টোস্টেরন খেলোয়াড়দের মাঠে শক্তি বাড়াতে সহায়তা করে।

পরে ৬ অক্টোবর নমুনার ‘কাউন্টার-অ্যানালাইসিসে’ও একই ফল আসে। নিষিদ্ধ ড্রাগ নেওয়ার ঘটনায় সাধারণত চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে। আর পগবা তা স্বীকার করে নিলে এর পরিমাণ আরও কমার সম্ভাবনা ছিল। তবে সেটি না হওয়ায় বৃহস্পতিবার কৌঁসুলিরা তাঁর সর্বোচ্চ চার বছরের নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন।

news24bd.tv/SHS