বিয়ের পর কেমন বাড়িতে থাকবেন মুকেশকন্যা ইশা?

দক্ষিণ মুম্বাইয়ের অল্টামাউন্ট রোডে রয়েছে মুকেশ অাম্বানীর ‘অ্যান্টিলিয়া’। জায়গাটি শুধু ভারতেই নয়, পৃথিবীর অন্যতম একটি দামি এলাকা, যেখানে প্রতি স্কয়ার ফিটের দাম ন্যূনতম ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা। সেখানেই এখন থাকেন আম্বানি-কন্যা ইশা। আর কিছুদিনের মধ্যেই এই বিলাসবহুল বাড়ি ছেড়ে উঠবেন স্বামীর বাড়িতে। কেমন সেই বাড়ি- তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই।

বর্তমানে ইশা যেখানে থাকেন সেই ২৭ তলার অ্যান্টিলিয়াতে কী নেই! মোট ছ’টি তলা রয়েছে শুধু গাড়ি রাখার জন্যই। এছাড়া রয়েছে রিক্রিয়েশন সেন্টার, জিম, স্পা, সুইমিং পুল, যোগ ও ডান্স স্টুডিও। অতিথিদের জন্য এক্সক্লুসিভ সুইট, আইসক্রিম পার্লার এমনকি সিনেমা হলও। রয়েছে ৩টি হেলিপ্যাড।

এ হেন অ্যান্টিলিয়াকে ছেড়ে আর কয়েক দিন পরেই চলে যাবেন মুকেশ-কন্যা ঈশা অম্বানী। আগামী ১২ ডিসেম্বর তাঁর বিয়ে পিরামল গ্রুপের বর্তমান এক্সিকিউটিভ ডিরেক্টর আনন্দ পিরামলের সঙ্গে। এরপর স্বাভাবিকভাবেই স্বামীর বাড়িতে থাকবেন তিনি। কিন্তু কেমন সেই বাড়ি?   সেই বাড়িও অ্যান্টিলিয়া থেকে কোনও অংশে কম নয়। ২০১২ সালে, হিন্দুস্থান ইউনিলিভার-এর থেকে একটি বাংলো কিনেছিলেন আনন্দের বাবা অজয় পিরামল। তখন দাম পড়েছিল ৪৫২.৫ কোটি টাকা।  

জেনে নিন ঈশা ও আনন্দ পিরামলের নতুন বাড়ি সম্পর্কে— 

• মুম্বাইয়ের ওয়ারলি সি-ফেস এলাকার এই বাংলোর নাম ‘গুলিটা’। • ৫০ হাজার বর্গ ফুটের উপর তৈরি করা হয় এটি। • মাটির উপরে পাঁচটি ফ্লোর ও বেসমেন্টে রয়েছে তিনটি ফ্লোর।   • লেভেল ১-এর বেসমেন্টে রয়েছে বিশাল এক লন, একটি জলাশয় ও একটি মাল্টি-পারপাস ঘর। • গুলিটাতে প্রবেশ করতে হয় গ্রাউন্ড ফ্লোরের লবি দিয়ে।   • উপরের তলাগুলিতে লিভিং, ডাইনিং রুম ছাড়াও রয়েছে লাউঞ্জ ও সার্ভেন্টস কোয়ার্টার।