নরওয়ের জাহাজে মিসাইল হামলার দায় স্বীকার করলো হুতি

ইয়েমেন উপকূলের কাছে বাব এল-মান্দেব প্রণালীতে নরওয়ের পতাকাবাহী একটি জাহাজে মিসাইল হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র সংগঠন হুতি।

সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, গাজায় ফিলিস্তিনিদের ওপরে চলা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ইয়েমেনের মুক্ত জনগনের পক্ষে আমাদের নৌবাহিনী এমভি স্ট্রিন্দা জাহাজে সফলভাবে একটি অপারেশন সম্পন্ন করেছে। গত দুইদিনে আমরা অনেক জাহাজকে আমাদের উপকূলের কাছ দিয়ে যাওয়ার সময় আটকে দিয়েছি। আমরা আবারও বলতে চাই, আমাদের ফিলিস্তিনে ভাই-বোনদের কাছে ত্রাণ সহায়তা পৌছানোর আগ পর্যন্ত ইসরায়েলগামী সকল জাহাজে আমরা হামলা চালাবো।

news24bd.tv/ab