জমির জন্য বড়ভাইকে খুন করলেন ছোটভাই

জমি নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার দুর্গাপুরে ছোট ভাই মজিবুর রহমানের (৫০) ছুরিকাঘাতে আপন বড় ভাই নুরুল আলম (৫৫) নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আলম মউ গ্রামের আব্দুল গফুরের ছেলে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, জমির ভাগ বাটোয়ারা নিয়ে বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার সকালে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে ছোট ভাই মজিবুর ঘর থেকে ছুরি এনে বড় ভাই নুরুল আলমের শরীরে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পরপরই মজিবুর বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘাতক ছোট ভাইকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

news24bd.tv/আইএএম