কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের বারামুল্লা জেলায় এক সাবেক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (২৪ ডিসেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। মোহাম্মদ শফি নামের এই পুলিশ কর্মকর্তা মৃত্যুর আগে স্থানীয় একটি মসজিদে নামাজ পড়ছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ঘটনার পর পুলিশ পুরো এলাকা অবরুদ্ধ করে রেখেছে।

আজান দেওয়ার সময় সন্ত্রাসীরা মোহাম্মদ শফীকে গুলি করে বলে এক্সে (পুর্বে টুইটার) এক পোস্টে জানিয়েছে কাশ্মীর পুলিশ।

অতি সম্প্রতি জম্মু ও কাশ্মীরে বেশ কিছু হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ডিসেম্বরের শুরুতে শ্রীনগরে গুলি করে এক পুলিশ কন্সটেবলকে আহত করে সন্ত্রাসীরা। এর আগে গত অক্টোবর মাসে গুলি করে এক পুলিশ ইন্সপেক্টরকে হত্যা করা হয়।

এদিকে, রাজৌরি জেলার ডেরা কি গালি এলাকায় সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সন্ত্রাসীদের হামলায় চারজন ভারতীয় সৈন্য নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে ভারতের সেনাবাহিনী।

news24bd.tv/ab