যে দেশে সবার আগে উদযাপিত হলো নববর্ষ

ওশেনিয়ার মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত কিরিবাতি এবার সবার আগে প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে এ দ্বীপ দেশটি অবস্থিত। জিএমটি বা গ্রিনিচ মান সময় সকাল ১০টায় দেশটি ২০২৪ সালকে স্বাগত জানায়।

অন্যদিকে সবার শেষে ২০২৩ সাল বিদায় নেবে মধ্য প্রশান্ত মহাসাগরের বেকার দ্বীপ থেকে।

গ্রিনিচ মান সময় দুপুর ১২টায় দেশটি নতুন বছরকে স্বাগত জানাবে। সেই সময়ের মধ্যে কিরিবাতি ২ জানুয়ারিতে পা দেবে। নতুন বছরকে স্বাগত জানানোর প্রথম এবং শেষ স্থানের মধ্যে ব্যবধান ২৬ ঘণ্টার।

ভৌগোলিক অবস্থান ভেদে প্রায় ২৪ ঘণ্টা ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলবে বর্ষবরণের আয়োজন। বর্ণিল আয়োজন রাখা হয়েছে মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকার সব দেশেই।

news24bd.tv/DHL