সড়ক বন্ধ করে প্রচারণা, স্বতন্ত্র প্রার্থী সামশুলকে অর্থদণ্ড

প্রচারণায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পটিয়ার সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে জরিমানা করা হয়েছে।  

বুধবার বিকেল তিনটার দিকে পটিয়া পৌর সদরের গোবিন্দরখীল এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণায় সড়কে যানজট সৃষ্টি করে যানচলাচলে বাঁধা প্রদান করায় সামশুল হক চৌধুরীকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।  

আরও পড়ুন: এবার সরে দাঁড়ালেন সিলেট-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী

সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী পটিয়ার গোবিন্দরখীল এলাকায় সড়কে যানজট সৃষ্টি করার কারণে লোকজনের চলাচলে বিঘ্ন ঘটে, এ কারণে তাকে অর্থ দণ্ড করা হয়েছে। এ সময় আমরা সাথে সাথে গিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করে দিয়েছি। যেহেতু নির্বাচনী বিধিমালায় স্পষ্ট উল্লেখ আছে সড়ক মহাসড়কে কোন ধরনের বাঁধা সৃষ্টি করে প্রচার প্রচারণা করা যাবে না।

news24bd.tv/কেআই