কালীগঞ্জে স্কুলশিক্ষকসহ ৩জনকে কুপিয়ে জখম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এসএসসির টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া এক ছাত্রের ফরম পূরন করতে না দেওয়ায় বৃহস্পতিবার সকালে স্কুলশিক্ষকসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে। আহত শিক্ষকের নাম জিন্নাত আলী। তিনি চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  

আহতদের সবাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, থানা ওসি ইউনুস আলী  ও  উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান। তারা জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।  

স্থানীয়রা জানান, সোহেল রানা, তাজমুল ও মিনাজ নামের তিন যুবক এ হামলা চালায়। তারা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে বলেও অভিযোগ স্থানীয়দের।  

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠু মালিতা জানান, অভিযুক্ত যুবকরা ছাত্রলীগের কোন পদে নেই। তারা ছাত্রলীগের সঙ্গে জড়িত না। স্থানীয়রা তাদের বখাটে হিসেবেই চেনে। অভিযুক্তদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

NEWS24▐ কামরুল