সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

সিরাজগঞ্জ শহরের বেশ কয়েকটি স্থানে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে শহরের মুক্ত মঞ্চ, খেদন সর্দারের মোড়, সালেহা স্কুল সংলগ্ন, ধানবান্ধি অগ্রনীর কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা বলছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এছাড়াও মহাসড়কের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় একটি ট্রাকের সামনে গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা আদনান মুক্তা জানান, ধানবান্ধি অগ্রণী ব্যাংকের গলির মাথায় ফটকা ফোটানোর মতো বিকট আওয়াজ হয়েছে। দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

পথচারী লেবু মিয়া জানান, বাজার স্টেশন থেকে রেলগেট যাবার পথে প্রথমে মুক্ত মঞ্চের কাছে এরপর রেলগেটে তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাই।  

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আমি শহরের বাইরে বহুতী রয়েছি। শহরে অন্যটিম মাঠে রয়েছে।

news24bd.tv/FA