ঝিনাইদহে সংঘর্ষে ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ

<p>মহিলা আনসার সদস্যসহ আহত ৮</p>

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের মির্জাপুর ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে মহিলা আনসার সদস্যসহ ৮ জন আহত হয়েছেন। ওই ঘটনার পর আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধের পর পুনরায় শুরু হয়।

প্রত্যক্ষদর্শীর জানায়, দুপুরে কেন্দ্রে স্বতন্ত্র ট্রাক প্রতীক ও নৌকা প্রতীকের পোলিং এজেন্টদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সে সময় মহিলা ও আনসার সদস্যসহ ৮ জন আহত হয়। পরে পুলিশ ও বিজিবি আসলে দুপক্ষের সমর্থকেরা পালিয়ে যায়। ওই সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে সংঘর্ষের পর ভোটকেন্দ্র ৩০ মিনিট বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ভোটগ্রহণ শুরু করা হয়।

এ তথ্য নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান,পরিস্থিতি বর্তমানে শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে।

news24bd.tv/তৌহিদ