আবারও নির্বাচনের দাবি মামার বাড়ির আবদার: ওবায়দুল কাদের 

আবারও নির্বাচনের দাবিকে মামার বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক  পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশি-বিদেশে চাপ আছে। এটা অতিক্রম করার ক্ষমতা ও সাহস সরকারের আছে। কারণ জনগণ সঙ্গে আছে।

আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে নতুন সরকারের প্রথম দিনের অফিস শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

ওবায়দুল কাদের জোর দিয়ে বলেছেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার। পথে পথে বাধা থাকলেও। তিনি যোগ করেন, জানি, বিদেশি চাপ আসবে। অর্থনীতিকেও বিপন্ন করার ষড়যন্ত্র আছে। তবে এগুলোকে ভয় পেলে চলবে না।

এদিকে, সড়কে ও যানবাহনে শৃঙ্খলা এখনো পুরোপুরি আসেনি বলে মনে করছেন কাদের। তিনি বলেছেন, এই শৃঙ্খলা ফেরাতে বিশ্ব ব্যাংকের সাহায্যে প্রকল্প নেয়া হয়েছে। এটা সবচেয়ে বড় কাজ। সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনা বড় কাজ। এক পশলা বৃষ্টিতে রাস্তা নষ্ট হবে, এটা করতে দেয়া হবে না। টেকসই রাস্তা করার দিকে নজর দেয়া হবে।

news24bd.tv/SHS