জনপ্রিয় ৯ অ্যাপ সরিয়ে নিলো গুগল

টেক জায়ান্ট গুগল তাদের প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে জনপ্রিয় ৯ অ্যাপ। মূলত যে অ্যাপগুলো সরিয়ে দেওয়া হয়েছে সেগুলো ক্রিপ্টো অ্যাপ। সম্প্রতি গুগল অ্যাপগুলোর উপর পদক্ষেপ নিয়েছে। তাই আপনার ফোনেও যদি অ্যাপগুলো থাকে তবে এখনই ডিলিট করুন।

ক্রিপ্টোকারেন্সি হল একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম। যেখানে ব্যাংক ট্রানজেকশন ভেরিফাই করে না। এটি একটি পিয়ার-টু-পিয়ার সিস্টেম, যার মাধ্যমে ইউজাররা যে কোনো সময় যে কাউকে পেমেন্ট করতে পারে।

জেনে নিন কোন অ্যাপগুলো সরিয়ে নেওয়া হয়েছে:

বিনান্স,  কুকয়েন,  হুওবি,  ক্রাকেন,  গেট ডটআইও,  বিট্রেক্স,  বিটস্ট্যাম্প,  এমইএক্সসি গ্লোবাল,  বিটফেনেক্স।  

মূলত অ্যান্টি-মানি লন্ডারিং রেগুলেশন লঙ্ঘনের জন্য এই অ্যাপগুলোকে নিষিদ্ধ করা হলো। যদিও আপাতত ভারতে এই অ্যাপগুলো নিষিদ্ধ।

সূত্র: গুগল হেল্প news24bd.tv/aa