রেকর্ড পতনের পরদিন ঘুরে দাঁড়ানোর আভাস পুঁজিবাজারে

গতকাল রোববার (২১ জানুয়ারি) রেকর্ড পতনের পরদিনই ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। এক ঘণ্টায় লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৩শ' কোটি টাকা। সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।

এদিন দুপুর পৌনে দুইটা পর্যন্ত লেনদেনে অংশ নেয়া ২ শতাধিক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে ডিএসইর প্রধান সূচকে যোগ হয়েছে ১৮ দশমিক ৩৭ পয়েন্ট। একই সঙ্গে বেড়েছে প্রধান শেয়ারবাজারের অপর দুই সূচকও।

এ সময় পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ৮৫১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

news24bd.tv/DHL