নির্বাচন পরবর্তী সহিংসতা: পরাজিত নৌকার কর্মীকে প্রকাশ্যে গুলি

মুন্সিগঞ্জ সদরে নির্বাচনকেন্দ্রিক বিরোধের জেরে পরাজিত নৌকার কর্মীকে প্রকাশ্যে গুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ সহ দুজন আহত হয়েছে। দুপুর ১টার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় গুলিবিদ্ধ আবিদ হাসান শোভন (২৭) নামে নৌকার কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত স্কুল শিক্ষক ফরহাদ হোসেনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জ-৩ আসনে প্রতিপক্ষ জয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক ও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রান্ত শেখের বিরুদ্ধে গুলি ও হামলার অভিযোগ করেছে আহতরা।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ শোভন দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক ছিল। এ নিয়ে একই আসনের জয়ী স্বতন্ত্র প্রার্থী সমর্থক ও রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ গ্রুপের সাথে বিরোধ চলছিল। নির্বাচনী বিরোধের সোমবার দুপুরে শোভনের ভাই স্কুলশিক্ষক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনকে সিপাহীপাড়া এলাকায় আটকে মারধর করতে থাকে প্রান্ত গ্রুপ। খবর পেয়ে শোভন ঘটনাস্থলে গেলে প্রকাশ্যে তার পায়ে গুলি চালায় প্রান্ত। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এলে দলবল নিয়ে পালিয়ে যায় প্রান্ত। পরে স্থানীয়রা আহত ফরহাদ ও গুলিবিদ্ধ শোভনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শোভনকে ঢাকায় স্থানান্তর করে।

জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এসএম কালাম প্রধান জানান, দুপুরে দুজন আহত রোগী এসেছে । এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

news24bd.tv তৌহিদ