২৪ জানুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিলো

আজ বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

 

১৩২৮ - ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড বিয়ে করেন। ১৪৫৮ - প্রথম ম্যাথিয়াস হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৫৫৬ - চীনে বড় ধরনের ভূমিকম্প হয়। ১৮৩৯ - চার্লস ডারউইন রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন। ১৮৪৮ - জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার প্রথম স্বর্ণ আবিষ্কার করেন। ১৮৫৭ - কলকাতা, বোম্বাই (মুম্বাই) ও মাদ্রাজে (চেন্নাই) বিশ্ববিদ্যালয় স্থাপিত হযয়। ১৯০৮ - ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হযয়। ১৯২৭ - তৎকালীন তরুণ পরিচালক আলফ্রেড হিচককের প্রথম ছবি দ্য প্লেজার গার্ডেন মুক্তি পায়। ১৯৪১ - ব্রিটিশ সেনাবাহিনী আবিসিনিয়া অভিযান শুরু করে। ১৯৫০ - ড. রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৫২ - বোম্বেতে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। ১৯৬৯ - পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণঅভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হন। ১৯৭২ - সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ১৯৭৪ - সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ উল্লাহ বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৭৯ - ইরানের অত্যাচারী শাসকের শাহের অনুচররা ইরানের বেশির ভাগ শহরে দুই জনের অধিক লোক একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ১৯৮৮ - ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং পরলোকগমন করেন। ১৯৮৮ - চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে পুলিশের হাতে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়।

জন্ম:

৭৬ - রোমান সম্রাট হাদ্রিয়ান জন্মগ্রহণ করেন। ১৭০৫ - ইতালিয়ান অভিনেতা ও গায়ক ফারিনেলি জন্মগ্রহণ করেন। ১৭১২ - প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক জন্মগ্রহণ করেন। ১৭৭৬ - জার্মান আইনজ্ঞ, লেখক এবং সুরকার ই.টি.এ হফমান জন্মগ্রহণ করেন। ১৮২৬ - অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার গণেন্দ্রমোহন ঠাকুর জন্মগ্রহণ করেন। ১৮৫৬ - বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক অশ্বিনীকুমার দত্ত জন্মগ্রহন করেন। ১৮৮৮ - অস্ট্রিয় লেখক ভিচকি বাউম জন্মগ্রহণ করেন। ১৯০৯ - ইংরেজ অভিনেত্রী অ্যান তদ্দ জন্মগ্রহণ করেন ১৯১৩ - আমেরিকান সুরকার নরমান দেললো জইও জন্মগ্রহণ করেন। ১৯৩০ - ইরানী বংশোদ্ভূত ফার্সি চিত্রশিল্পী ও অধ্যাপক মাহমুদ ফার্শিয়ান জন্মগ্রহণ করেন। ১৯৪০ - জার্মান রাজনীতিবিদ ও ১১ তম প্রেসিডেন্ট জোয়াকিম গাউক জন্মগ্রহণ করেন। ১৯৪১ - নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের রসায়নবিদ ও অধ্যাপক ড্যান শেচতম্যান জন্মগ্রহণ করেন। ১৯৪২ - প্রাক্তন পর্তুগীজ ফুটবলার ইউসেবিও জন্মগ্রহন করেন। ১৯৪৩ - ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার সুভাষ ঘাই জন্মগ্রহণ করেন। ১৯৪৭ - প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার টোস্টাও জন্মগ্রহন করেন। ১৯৫০ - ফরাসি অভিনেতা ড্যানিয়েল আউটেউইল জন্মগ্রহণ করেন। ১৯৭০ - সাবেক জিম্বাবুয়ের ক্রিকেটার নিল জনসন জন্মগ্রহণ করেন। ১৯৮৪ - ব্রাজিলীয় ফুটবলার রবিনিয়ো জন্মগ্রহন করেন। ১৯৮৭ - উরুগুয়ের ফুটবল লুইস সুয়ারেজ জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৫৯৫ - অস্ট্রিয়ার রাজা দ্বিতীয় ফার্দিনান্দ মৃত্যুবরণ করেন। ১৮৭১ - জার্মান কারুশিল্পী ও উনিশ শতকের বিপ্লবী ভিলহেল্ম ভাইৎলিং মৃত্যুবরণ করেন। ১৯৫৪ - ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায় মৃত্যুবরণ করেন। ১৯৬৫ - নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্‌স্টন চার্চিল মৃত্যুবরণ করেন। ১৯৮০ - ডাচ বংশোদ্ভূত জার্মান অভিনেত্রী লিল ডাগভার মৃত্যুবরণ করেন। ১৯৮৮ - ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং মৃতুবরণ করেন। ১৯৯৪ - ফরাসি লেখক ইয়ভেস ন্যাভারে মৃত্যুবরণ করেন। ২০০৪ - প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার লিওনিদাস মৃত্যুবরণ করেন। ২০০৬ - ইংরেজ বংশোদ্ভূত মার্কিনী ভাষাবিজ্ঞানী পিটার ল্যাডিফোগিড মৃত্যুবরণ করেন। ২০১৪ - ইংরেজ অভিনেত্রী লিসা ডানিইলয় মৃত্যুবরণ করেন। ২০১৫ - বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেন।

news24bd.tv/DHL