সৌদিকে ৪৪টি 'থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা' দেবে যুক্তরাষ্ট্র

আঞ্চলিক হুমকি মোকাবেলায় সৌদি আরবকে ৪৪টি অত্যাধুনিক 'থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা' দেবে যুক্তরাষ্ট্র। এ জন্য সৌদি আরবকে দেড় হাজার কোটি ডলার খরচ করতে হবে। দুই দেশের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রের বরাদ দিয়ে এ খবর দিয়েছে ইরানি গণমাধ্যম আইআরআই।

পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র বুধবার জানান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ দলিলে সই করেছেন। এ চুক্তির আওতায় সৌদি আরব ৪৪টি থাড লাঞ্চারের বিশাল বহর হাতে পাবে। ওইসব থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সঙ্গে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিও থাকবে।

মার্কিন মুখপাত্র বলেন, সৌদি আরব যে আঞ্চলিক হুমকির মুখে রয়েছে তা মোকাবেলার জন্য রিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদি নিরাপত্তা রক্ষার বিষয়টি সমর্থন করবে এই চুক্তি।

NEWS24▐ কামরুল